০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৩

শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলার আবেদন

আইনজীবী মোহাম্মদ শিশির মনির  © ফাইল ছবি

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবী এই মামলা দায়েরের আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি, আদেশটি অপেক্ষমাণ রাখা হয়েছে।