কারাগারে থাকা শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM
শাহরিয়ার কবির

শাহরিয়ার কবির © ফাইল ছবি

জুলাই আন্দোলনের মামলায় কারাগারে থাকা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে হাজিরের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকার বনানী এলাকা থেকে আটক করা হয় শাহরিয়ার কবিরকে। এরপর আন্দোলনের সময়ের ঘটনায় করা বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। 

মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির পাশপাশি শাহরিয়ার কবির একজন শিশুসাহিত্যিকও। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের যুগ্ম মহাসচিব (শিক্ষা ও আইন) মুফতি হারুন ইজাহার চৌধুরী মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪জনের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির।

৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার, ভর্তিচ্ছুদের জন্য ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মহাকালের সমাপ্তি: মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের আপ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জিয়াউর রহমানকে সংসদ ভবন এলাকায় কবর দেওয়ার সিদ্ধান্ত কীভাবে …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
 ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করল জবি প্রশাসন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমানকে সমবেদনা জানালেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্র…
  • ৩১ ডিসেম্বর ২০২৫