শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, র্যাব, এবিপিএন, বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান করছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
অপরদিকে ট্রাইবুনালের মাজার গেটের সামনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। সেখানে অবস্থান নিয়ে তারা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা জানিয়েছেন, ট্রাইবুনালের রায়ের পরে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবেন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আদালত এই মামলার রায়ের দিন ঠিক করেন। গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।