০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের রিট খারিজ

জুলিয়াস সিজার   © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের করা রিটটি খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। 

রিট আবেদনে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজারের নাম ছিল এবং তার ব্যালট নম্বর ছিল ২৬। কিন্তু পরে তার বিরুদ্ধে ‘নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ এনে সলিমুল্লাহ মুসলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে আপত্তি তোলেন।

রিটকারীর আইনজীবী আদালতে বলেন, প্রার্থিতা বাতিল করার পূর্বে তাকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাকে শুনানির কোনো সুযোগ দেওয়া হয়নি। তাকে সুযোগ না দিয়েই ঢাবির এমন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়। তার প্রার্থীতা ফেরক দেওয়া হোক।

ঢাবির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া অবলম্বন করে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে।