২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আপিলের রায় আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির বেঞ্চে এ রায় ঘোষণা হবে। এর আগে গত ২১ আগস্ট পাঁচ দিনব্যাপী শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মো. সায়েম ভূঞা ও সাদিয়া আফরিন। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখার দাবি জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা হাইকোর্টের খালাসের রায় বহাল রাখার আবেদন করেন।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতা-কর্মী। ঘটনার পর মতিঝিল থানায় মামলা হয়। পরবর্তীতে সিআইডি ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অধিকতর তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও অনেককে আসামি করেন।
২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করে। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলার রায় দিয়ে সবাইকে খালাস দেন। রায়ে বলা হয়, এ ঘটনার সুষ্ঠু ও স্বাধীন তদন্ত হয়নি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নতুন করে তদন্তের জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।