১৫ আগস্ট ২০২৫, ০৯:২৬

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি না স্পিকার শপথ পড়াবেন, জানতে সাত অ্যামিকাস কিউরি নিয়োগ

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন  © সংগৃহীত

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর এ শুনানি হবে। রাষ্ট্রপতিকে স্পিকার নাকি প্রধান বিচারপতি শপথ পড়াবেন, এ নিয়ে মতামত জানতে সাত জন অ্যামিকাস কিউরিও নিয়োগ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে ‍শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

সাত অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হলেন- জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নম্বরে ‘ভুলে’ শিবির নেতার ওপর হামলা

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পাঠ করানো–সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গত ১০ মার্চ রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। প্রাথমিক শুনানি নিয়ে ১১ মার্চ হাইকোর্ট রুল দেন।

‘রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন’ বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানোর বিধান কেন বাহাত্তরের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। আইনসচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এর জবাব দিতে বলা হয়।