জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানারকম ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে।
জুলাই অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, যে কারণে এই অভ্যুত্থান হয়েছিল, সে প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে সেই আগের মতো করেই দেশ চালাচ্ছে।
জুলাই সনদ প্রকাশ নিয়ে কঠোর বার্তা দিয়ে শিবির সভাপতি বলেন, জুলাই সনদের দাবিতে সরকারকে চাপে রাখার পাশাপাশি অন্য সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে ছাত্রশিবির। দীর্ঘ সময়েও জুলাই ঘোষণাপত্র না হওয়া দুঃখজনক বলে জানান তিনি। পরে ৩৬ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ১১টি পদক্ষেপ ঘোষণা করেন ছাত্রশিবির সভাপতি।
৩৬ দিনব্যাপী কর্মসূচিতে যা থাকছে:
সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন।
শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়।
শাখাভিত্তিক জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন।
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন।
জুলাই গ্রাফিতি অঙ্কন।
জুলাইয়ের গল্প ও স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন।
শহীদদের নামে লাইব্রেরি/পাঠাগার প্রতিষ্ঠা।
শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন।
জুলাইয়ের ওপর সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ।
জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী।
‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন।
সংগঠনটি সরকারের কাছে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ, শহীদদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন, গুম হওয়া ছাত্রশিবির নেতাদের সন্ধান এবং বিচার কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা।