ভাইভা বোডে যে প্রশ্নগুলো প্রায়ই করা হয়
চাকরি পাওয়ার শেষ ধাপ হলো ভাইভা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এটি। ভাইভা অনেকের ক্ষেত্রে উচ্চচাপ বা উদ্বেগের কারণ হতে পারে, বিশেষ করে যদি এটি হয় প্রথম সাক্ষাৎকার। এক্ষেত্রে সামান্য অনুশীলন এবং প্রস্তুতি ভাইভাতে সফলতা নিয়ে আসে। অনেক প্রার্থীর সব বিষয়ে জ্ঞান থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাব, ভাষাগত দুর্বলতা কিংবা প্রশ্নের ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকার কারণে ভাইভায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হন। অথচ অভিজ্ঞদের মতে, ভাইভা বোর্ডে সাধারণত নির্দিষ্ট কিছু প্রশ্নই ঘুরেফিরে করা হয়ে থাকে। যেগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারলে ভাইভা ভালো হয় বলে মত অভিজ্ঞদের। প্রার্থীর ব্যক্তিত্ব, মনোভাব, দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন সবসময় কমন থাকে। এই প্রতিবেদনে ভাইভা বোর্ডের কিছু নির্দিষ্ট প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া হলো-
১. আপনার নাম এবং নামের অর্থ কী? এই নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন।
(What is your name? What does your name mean? Can you mention a famous person with the same name?)
২. আপনার জেলার নাম কী, জেলাটি কেন বিখ্যাত?
(Which district are you from, and what is your district famous for?)
৩. আপনার শখ কী বা কী করতে ভালো লাগে?
(What are your hobbies, or what do you like to do in your free time?)
৪. নিজের সম্পর্কে কিছু বলুন এবং সংক্ষেপে আপনার ব্যাকগ্রাউন্ড বর্ণনা করুন। ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্বিত।
(Tell us about yourself and briefly describe your background. Which part of your career are you most proud of?)
৫. আপনি এই জব সম্পর্কে কীভাবে জানলেন?
( How did you come to know about this job opportunity?)
৬. আপনি কী ধরনের কাজের পরিবেশ পছন্দ করেন? (What of working environment do you prefer?)
৭. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বুঝেন?
(What do you understand by hard work and smart work?)
৮. চাপের মধ্যে কাজ করা বলতে কী বুঝেন?
(What does working under pressure mean to you?)
৯. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন।
(Can you describe a problem that you solved by yourself?)
১০. আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কীভাবে কাজ করেন?
(How do you work on developing your skills?)
১১. এর আগে কোথায় জব করেছেন? কী কাজ করেছেন? কেন ছাড়তে হয়েছে?
(Have you worked anywhere before? What were your responsibilities, and why did you leave that job?)
১২. আপনি একা নাকি টিমে কাজ করতে পছন্দ করেন?(Do you prefer working independently or as part of a team?)
১৩. আপনার Strength / Weakness / Opportunity / Threat কী কী?
(What do you consider to be your strengths, weaknesses, opportunities, and threats?)
১৪. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে সবচেয়ে ভালো/খারাপ কাজ হয়েছে? কেন?
(With what type of bosses and colleagues have you been most and least successful, and why?)
১৫. চাপের সময় আপনি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেন?
(How do you handle stress or pressure in difficult situations?)
১৬. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
(Why do you want to work specifically in our company?)
১৭. নিয়োগ পেলে কতদিন আমাদের সাথে কাজ করতে চান?
(If selected, how long do you plan to stay with our organization?)
১৮. আপনার সময়ানুবর্তিতা সম্পর্কে বলুন।
(How would you describe your sense of time management and punctuality?)
১৯. আপনার জীবনের কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
(Can you give some examples of creative work you have done?)
২০. আপনি একা কাজ নাকি দলকে গুরুত্ব দেন?
(Do you prefer working alone, or do you value teamwork more?)
২১. আপনাকে নিয়োগ দিলে কী পরিবর্তন আনতে পারবেন?
(If we recruit you, what positive changes do you think you can bring?)
২২. দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
(Where do you see yourself ten years from now?)
২৩. আপনার দেওয়া কোনো সাজেশন গ্রহণ করা হয়েছে—এমন উদাহরণ দিন?
(Can you share an example where your suggestion was accepted by management?)
২৪. নতুন টেকনোলজি কীভাবে গ্রহণ করেন? কোন সফটওয়্যার জানেন?
(How do you adapt to new technology, and which software are you familiar with?)
২৫. আপনার স্যালারি এক্সপেকটেশন কত?
(What is your expected salary?)