৪৯তম বিসিএসের শেষ সময়ে প্রার্থীদের করণীয়
৪৯তম বিশেষ (শিক্ষা) বিসিএস পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবার তিন লাখের ও বেশি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ওয়েবসাইটে পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। পরীক্ষার আগে আর তিনদিন সময় পাবেন চাকরিপ্রার্থীরা। ফলে তাদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাদের এখন দরকার কৌশলী প্রস্তুতি ও সুনির্দিষ্ট পরিকল্পনা।
যেহেতু হাতে সময় কম, তাই তাদের পড়ার একটি দৈনন্দিন তালিকা বানিয়ে ফেলতে হবে। বিষয় ভাগ ভাগ করে পড়তে হবে। যে বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলোকে তালিকায় প্রথমে রেখে পড়তে হবে। বিগত সালের প্রশ্নগুলো বারবার অনুশীলন করতে হবে। যে প্রশ্নগুলো একাধিকবার আসে, সেগুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হবে। বিসিএস ছাড়াও বিগত সালের অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলোও অনুশীলন করতে হবে।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলোর ওপর বিশেষ নজর রাখা উচিত। বিসিএসে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই বিগত চার-ছয় মাসের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এ ছাড়াও খেলাধুলা, গুরুত্বপূর্ণ পুরস্কার, জাতীয় বাজেট, আন্তর্জাতিক বিষয়গুলোও পড়তে হবে।
গণিতের ক্ষেত্রে অনুশীলন করা খুবই জরুরি। এর সঙ্গে নিয়ম ও পদ্ধতিগুলো বারবার চোখ বুলিয়ে নিতে হবে। সম্ভব হলে সব তালিকা আকারে একটি কাগজে সাজিয়ে লিখে রাখতে হবে। বাংলা বা ইংরেজির ক্ষেত্রেও ব্যাকরণ অংশগুলোও অনুশীলন করতে হবে।
নিজ নিজ বিষয়ভিত্তিক (অনার্সে অধ্যয়নকৃত বিষয়) অংশের ওপরেও বিশেষ গুরুত্ব দিতে হবে। সিলেবাস অনুযায়ী যতটা সম্ভব, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে চোখ বুলিয়ে নিতে হবে। কোনো বড় প্রশ্ন বা বিশ্লেষণমূলক প্রশ্ন এখন মুখস্থ করে সময় নষ্ট করা যাবে না।
আরও পড়ুন : ৪৯তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু
সম্ভব হলে মডেল টেস্ট দিতে হবে। এতে নিজের দুর্বল দিক খুব সহজেই খুঁজে বের করা যায়। তাই মডেল টেস্টের দিকে বিশেষ লক্ষ্য দিতে হবে। বর্তমানে অফলাইনের পাশাপাশি অনলাইন অনেক প্ল্যাটফর্মে মডেল টেস্ট দেওয়া যায় খুব সহজেই।
পড়াশোনার পাশাপাশি নিজের শারীরিক ও মানসিকি স্বাস্থ্যের দিকেও যত্নশীল হতে হবে। পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার গ্রহণে বিশেষ লক্ষ্য রাখা উচিত। সুস্থ থাকার জন্য দিনে অন্তত ছয় থেকে সাত ঘণ্টা ঘুমানো প্রয়োজন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। কোনোক্রমেই হাল ছাড়া যাবে না। ভালো প্রস্তুতির সঙ্গে মনোবল রাখলে এবং উত্তরপত্র নিয়ম মেনে যথাযথভাবে পূরণ করলে সাফল্য ধরা দিতে বাধ্য।