শিক্ষার্থীরা চাইলে অনলাইনে পরীক্ষা, বক্তব্য স্পষ্ট করলেন ঢাবি ভিসি

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও ঢাবি লোগো  © ফাইল ফটো

শিক্ষার্থীরা চাইলে প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউট অনলাইনে তাদের একাডেমিক পরীক্ষা নিতে পারবে বলে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার (২৯ জুন) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে অধ্যাপক আখতারুজ্জামানের বরাত দিয়ে 'লকডাউনে অনলাইনেও হবে না ঢাবির পরীক্ষা' শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। পরে দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে নিজের দেয়া বক্তব্য স্পষ্ট করেন তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, লকডাউনের কারণে সবকিছুই বন্ধ। এই অবস্থায় আমাদের অনলাইনই একমাত্র বিকল্প। সেটাও বন্ধ করলে সবকিছুই থমকে যাবে। শিক্ষার্থীরা যদি অনলাইনে পরীক্ষা দিতে চায়, তাহলে বিভাগ ও ইনস্টিটিউটগুলো পরীক্ষার আয়োজন করতে পারবে। সেখানে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, আমরা পরীক্ষার বিষয়গুলো আমাদের নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটগুলোর উপরে ছেড়ে দিয়েছি। তারা যেটি ভালো মনে করবে, সেটিই করবে। অনলাইনে পরীক্ষা আয়োজনের বিষয়ে কিছু গাইডলাইন দেয়া আছে। সেগুলো মেনে তারা পরীক্ষা আয়োজন করতে পারবে। তবে শিক্ষার্থীদের সমস্যা হলে আমরা পরে পরীক্ষা আয়োজন করার কথা বলেছি।


সর্বশেষ সংবাদ