২৫ জুন ২০২১, ১০:২০

আত্মহত্যা সমাধান নয়, সমস্যা হলে জানানোর অনুরোধ ঢাবি প্রক্টরের

অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী   © ফাইল ফটো

বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষপানে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। ঢাবি প্রক্টরিয়াল টিমের দ্রুত পদক্ষেপের কারণে বেঁচে গেছে ওই শিক্ষার্থীর প্রাণ। তবে এমন ঘটনা অপ্রত্যাশিত বলে মনে করেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

শুক্রবার (২৫ জুন) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাবি শিক্ষার্থীদের সাম্প্রতিক ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি।

ড. গোলাম রব্বানী বলেন, আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। জীবনে চলার পথে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কোনো সমস্যা থাকলে সেটি আমাদের জানানোর অনুরোধ করবো।

তিনি আরও বলেন, গতকাল রাতে সোহাগ নামের যে শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন সে নাকি পারিবারিক কিছু সমস্যায় ভুগছিল। সোহাগ তার সমস্যাগুলো আমাদের কাছে জানাতে পারতো। এভাবে আত্মহত্যার মতো এত বড় পদক্ষেপ নেয়ার দরকার ছিল না।

প্রসঙ্গত, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব সোহাগ।

সোহাগের স্ট্যাটাস দেয়ার মাত্র ৮ মিনিটের মাথায় ঢাবি প্রক্টরের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় সোহাগজে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সোহাগ সুস্থ আছেন।