তাসকিনকে নিতে আগ্রহী পিএসএলের একাধিক দল

তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ  © সংগৃহীত

এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার দল পাওয়ার সম্ভাবনা প্রবল। বিপিএলে দুর্বার রাজশাহীর কোচ ও সাবেক পাকিস্তান ব্যাটসম্যান ইজাজ আহমেদ লাহোর কালান্দার্সের কাছে সুপারিশ করেছেন তাসকিনকে দলে নিতে। কালান্দার্সও তাকে দলে পেতে চায়। রাজশাহীর হয়েই খেলতে আসা পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিস বলেছেন, তাসকিনকে নিতে দারুণ আগ্রহী পেশাওয়ার জালমিও। অনেকে বলছেন, পিএসএলে তাসকিনকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হতে পারে।

জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি (সোমবার) লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন প্লেয়ার্স ড্রাফটে। এতে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার, তাদেরই একজন তাসকিন।

বিপিএলে এবার দুর্বার রাজশাহীর হয়ে আগুনঝরা বোলিং উপহার দিয়ে চলেছেন তাসকিন। কাছ থেকেই তাকে দেখছেন ইজাজ। অনুশীলনের ফাঁকে রাজশাহীর কোচ বললেন, তাসকিনকে আগাম সুখবর দিয়ে রেখেছেন তিনি।

“লাহোর কালান্দার্সের কাছে আমি সুপারিশ করেছি ওকে দলে নিতে। অবশ্যই সে এবার পিএসএল খেলবে। তারা (কালান্দার্স) এই বিপিএলে নজর রাখছে, তাকে মনে ধরেছে তাদের। আশা করি সে সেখানে যাবে, আরও অভিজ্ঞতা হবে ওর এবং সেখানে ওর সঙ্গে আরও কাজ করার সুযোগ পাব” বলেন ইজাজ।

রাজশাহী চার ম্যাচের তিনটিতে হারলেও ১২ উইকেট নিয়ে তাসকিন এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৮। এর মধ্যে এক ম্যাচে নিয়েছেন ১৯ রানে ৭ উইকেট, টি-টোয়েন্টি ইতিহাসের যা তৃতীয় সেরা বোলিং।

তাসকিনের উইকেট শিকারের দক্ষতায় মুগ্ধ ইজাজ। তিনি বলেন, “সে জেনুইন ফাস্ট বোলার। স্ট্রাইক বোলার। এই ধরনের বোলারদের সবসময় উইকেট শিকারের জন্য ব্যবহার করা উচিত। যখন কোনো দলের জুটি গড়ে ওঠে, তখন জুটি ভাঙায় ওকে ব্যবহার করা যায়। এবারও আমাদের সব ম্যাচেই সে শুরুতে উইকেট এনে দিয়েছে। প্রতিপক্ষকে চাপে ফেলেছে। সে ভালো ছেলে। খুব ভালো বোলিং করছে সে। আশা করি, সে ধারাবাহিকভাবে বাংলাদেশের বিপক্ষে ভালো করবে।”

দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে তাসকিনের অভিজ্ঞতা আছে বলতে কেবল লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা। গত আসরে তিন ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া খেলেছেন জিম্বাবুয়ের টি-টেন লিগে। কয়েকবার তাকে বদলি হিসেবে দলে নিতে চেয়েছিল আইপিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, তবে চোট আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিসিবির অনুমতি পাননি তিনি।


সর্বশেষ সংবাদ