মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  © সংগৃহীত

সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে মায়ের জন্য হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় বিএনপির অফিসিয়াল ফেইসবুক পেইজে।

ভিডিও ক্যাপশনে বলা হয়- হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে গত মঙ্গলবার (০৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।


সর্বশেষ সংবাদ