‘জিয়া সাইবার ফোর্সে’ পদ নেয়া সেই নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার
‘জিয়া সাইবার ফোর্সে’ পদ নেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রফিকুল ইসলাম বকুলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে আরে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (রফিকুল ইসলাম বকুল) সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মুহাম্মদ আলফাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বকুলকে আহবায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. ওলিউল্লাহকে সদস্যসচিব করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ক্রীড়া সম্পাদক শিক্ষার্থী মো. আশিক কবিরকে। পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুর ইসলাম বাবুর অনুসারী রাকিবুল ইসলাম রাতুল ২ নম্বর যুগ্ম আহবায়ক, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ হোসেনের অনুসারী রুহুল আমিনকে ৩ নম্বর যুগ্ম আহবায়ক করা হয়।
পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ৫ জনই নিষিদ্ধ সংগঠন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মী শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপরেই সংগঠনটিকে বিএনপির পক্ষ থেকে ভুঁইফোঁড় সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির সাথে বিএনপি বা তার অঙ্গ সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই জানিয়েছে বিএনপি।