২২ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

‘দুই মাসে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে’

রোহিঙ্গা অনুপ্রবেশ এবং ইনসেটে পররাষ্ট্র উপদেষ্টা  © ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রাখাইন থেকে গত দুই মাসে বাংলাদেশে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এই দুর্নীতির কারণে জল-স্থল সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে।

আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে সদ্যসমাপ্ত ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায় যে কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। তাদেরকে ফরমালি ঢুকতে দিয়েছি এমনও না, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে অনুপ্রবেশ করেছে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে আমাদের বর্ডারে, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। বিভিন্ন পয়েন্ট দিয়ে দুর্নীতির মাধ্যমে ঢুকছে, নৌকা নিয়ে ঢুকে যাচ্ছে। আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে।’ 

মিয়নামারের চলমান পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কা করছে স্থানীয়রা। তবে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, এমন কোনো তথ্য নেই সরকারের কাছে। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনও মনে করি না যে, আরেকটা ঢল আসবে। যদিও অনেকেই এমন আশঙ্কা করছেন, সেই আশঙ্কা আমাদেরও আছে। তবে, সেই ঢল ঠেকানোর ব্যবস্থা আমাদের করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে।’ 

এদিকে, বিস মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় উপদেষ্টা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করার কোনো বিকল্প নেই।