বাংলাদেশের রাস্তায় বৃদ্ধের ‘উচ্ছিষ্ট’ খাওয়ার ছবিটি আ’লীগ আমলের

  © সংগৃহীত

সম্প্রতি একটি স্থিরচিত্র সামাজিক যোগোযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন এক বৃদ্ধ। আর এই ছবি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়য়ে ছবি দাবি করে পোস্ট শেয়ার করছেন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা। ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’, ‘বাংলাদেশের অবস্থা’ প্রভৃতি ক্যাপশন লিখে প্রচারণা চালাচ্ছেন তারা। যুবলীগের একটি পেইজ ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারের ফেসবুক ওয়াল থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) রাতে রিউমর স্ক্যানার ছবিটির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের অর্থাৎ আওয়ামী লীগ আমলের।

রিউমর স্ক্যানার জানায়, ছবিটি জিএমবি আকাশের (GMB Akash) ফেসবুক পেজে রোববার (৮ ডিসেম্বর) পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করে। পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। এখন কেউ কেউ দাবি করছেন, ছবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা। এক্ষেত্রে রিউমর স্ক্যানার টিম জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, মূলত তিনিই ছবিটি তুলেছেন।


সর্বশেষ সংবাদ