যাত্রাবাড়ীতে পুলিশ-রিকশাচালক সংঘর্ষ, আহত ২ পুলিশ সদস্য
রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বুধবার (২০ নভেম্বর) দুপুরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। এ সময় পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে চালকরা দয়াগঞ্জ মোড়ে অবরোধ শুরু করেন, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও চালকরা তা উপেক্ষা করে পুলিশের ওপর আক্রমণ চালায়। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্ট থেকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।