২৮ অক্টোবর ২০২৪, ১১:৩৬

শেকৃবির আবাসিক হলের ক্যান্টিন বয় রুবেল আর নেই

শেকৃবির শেরেবাংলা হলের ক্যান্টিন বয় মো. রুবেল হোসেন  © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেরেবাংলা হলের ক্যান্টিন বয় মো. রুবেল হোসেন (৩৬) মারা গেছেন। ব্রেইন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ অক্টোবর) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে রুবেলের হঠাৎ ব্রেইন স্ট্রোক হয়। দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

রুবেল হোসেনের বাড়ি চাদপুর জেলার কচুয়া উপজেলায়। দীর্ঘ ২০ বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ক্যান্টিনে কাজ করতেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: এইচএসসির ফলাফলে অসঙ্গতি-ত্রুটি, যা বলছে শিক্ষা বোর্ড

শেরেবাংলা হলের ক্যান্টিন ম্যানেজার ইউসুফ বলেন, ‘রুবেল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাই। আজ ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।’