রিয়ালে অভিষেকেই গোল করে শিরোপা জিতলেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকেই গোল করে শিরোপা জিতলেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার (১৪ আগস্ট) রাতে উয়েফা সুপার কাপের ফাইনালে পোল্যান্ডের ওয়ারসা স্টেডিয়ামে আটালান্টার বিপক্ষে শুরুর একাদশেই তাকে রাখেন কার্লো আনচেলত্তি। রিয়াল ২-০ গোলে জিতে শিরোপা দিয়ে মৌসুম শুরু করল।
ভিনিসিয়াস জুনিয়রকে লেফট উইঙ্গে এবং রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে একাদশ সাজান রিয়াল কোচ। এমবাপ্পেকে খেলান সেন্ট্রাল ফরোয়ার্ডে। বেলিংহাম ছিলেন প্লে মেকার। তারকাদের মেলা নিয়ে নিয়ে ভক্তদের মনে উদ্বেগও ছিল। প্রথমার্ধে ইতালির ক্লাব আটালান্টার বিপক্ষে গোলও করতে পারেনি লস ব্লাঙ্কোসরা।
আরো পড়ুন: নাফিসা কামালের সাথে সাকিবের ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শিশির
দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণে নেয় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল। ৫৯ মিনিটে গোল করেন ফেদে ভালভার্দে। পরে ৬৮ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করান জুড বেলিংহাম। তিনি ছোট ক্রসে এমবাপ্পেকে বল দেন। পরে গোল করেন এমবাপ্পে। অবশ্য ম্যানে কিছু সুযোগও নষ্ট করেছে রিয়াল।