হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থীদের ঈদের স্মৃতি
বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দ শুধু ইসলাম ধর্মাবলম্বীর মাঝে নয় বরং অন্য ধর্মের শিক্ষার্থীদের মাঝেও আনে খুশির জোয়ার। সেসব বিদেশী শিক্ষার্থীর ঈদ ভাবনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের হাবিপ্রবি প্রতিনিধি রিয়া মোদক-
ঈদ মানে প্রশান্তির ছুটি
দীর্ঘশ্বাস ফেলে ব্যস্ত বিশ্ববিদ্যালয় কার্যক্রম থেকে দূরে থাকা একটা অসম্ভব সুন্দর প্রশান্তি কাজ করে। এই ছুটিতে পরিকল্পনা করছি পরিবারের সাথে সময় কাটাবো এবং প্রচুর পরিমাণে বাড়িতে রান্না করা খাবার খাবো। ছুটি আরও একটু দীর্ঘ হলে ভালো হতো। আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। অনেক বন্ধু-বান্ধব আমন্ত্রণ জানিয়েছেন ঈদে অংশ নিতে। সবাইকে ঈদ মোবারক। (কার্মা, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ, ভুটানী শিক্ষার্থী, হাবিপ্রবি)
ঈদ মানুষকে একত্রিত করে
আমি ক্যাম্পাসে থাকার পরিকল্পনা করছিলাম কিন্তু ভুটানীরা সবাই বাড়ি যাচ্ছিল এমনকি আমার বাংলা বন্ধুরাও বাড়ি যাচ্ছিল। তাই কিছু মানসম্পন্ন সময় কাটানোর জন্য আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মনে হয় ঈদ মানেই পরিবারের সাথে সময় কাটানো। আমার ডিপার্টমেন্টের পরীক্ষা ঘনিয়ে আসছে তাই অধ্যয়ন অবশ্যই প্রথম পরিকল্পনা হবে। কিন্তু তা ছাড়া আমি মনে করি কিছু শখ: যেমন ভিডিও করা এবং বই পড়াও হবে এই ছুটিতে। ভুটানে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সেখানে মুসলমান আছে কিন্তু আমি মনে করি তা খুব কম। তবে আমাদের কাছে ঈদের মতোই কিছু আছে যাকে সেচু বলা হয়, লোকেরা তাদের কাছে থাকা সেরা ইউনিফর্ম বা পোশাক পরে এবং সেলিব্রিটিদের মুখোশ নাচ এবং পারফরম্যান্স দেখতে এবং কখনও কখনও রাজকীয় দর্শকদের একত্রিত করার জন্য সবচেয়ে বড় স্টেডিয়ামে জড়ো হয়। আমরা সরাসরি তিন দিন ধরে এটি উদযাপন করার কারণ হল তারা ভুটানে বৌদ্ধ ধর্মের আগমনকে চিহ্নিত করে এবং গুরু রিনপোচেকে (বৌদ্ধ গুরু/ভগবান) সম্মান করে। যিনি ষষ্ঠ ভুটানী চন্দ্র মাসের দশম দিনে জন্মগ্রহণ করেছিলেন। আসলে, tshechu শব্দটি 'দশম দিন' হিসাবে অনুবাদ করে। সত্যি বলতে কি, ঈদ মানুষকে একত্রিত করে। এটি আমার প্রিয় জিনিস। (জর্জি গিল্টশেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ভুটানী শিক্ষার্থী, হাবিপ্রবি)
ঈদের প্রিয় জিনিস চারপাশের মানুষের ভালোবাসা এবং সুখ
৬ বছরে এই প্রথম আমি আমার দেশে আমার পরিবারের সাথে ঈদ উদযাপন করছি, তাই আমি যতটা সম্ভব চেষ্টা করব তাদের এবং আমার বন্ধুদের সাথে সময় কাটাতে। কিছু বন্ধু এবং তাদের পরিবারের সাথে সাক্ষাত করা হবে।
আমি কিছু বন্ধুদের সাথে দেখা করতে এবং বড় হয়ে শহরে কাটানো কিছু পুরানো স্মৃতি মনে করিয়ে দিতে আমাদের কাছাকাছি একটি শহরে ভ্রমণ করতে পারি (২ ঘন্টার যাত্রা)।
আমার বন্ধু আমাকে বলেছিল সে আমাকে তুলে নেবে এবং আমরা প্রতি ঈদে ঘোড়ায় চড়ার ইভেন্টে যাবো (যা আমাদের রাজা, গভর্নর এবং কিছু রয়্যালটি নিয়ে গঠিত)। আমি দশ বছরে এই অনুষ্ঠানে যাইনি। আমাদের একটি বিশেষ ঘটনা রয়েছে যা ৩-৪ দিনের জন্য ঘটে।
প্রথম দিনটি হল ঈদের দিন। যেদিন গভর্নর এবং রাজা একটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। দ্বিতীয় দিন গভর্নর রাজার জায়গায় যান। তৃতীয় দিন রাজা গভর্নরের বাড়িতে যান। ঈদের প্রিয় জিনিস চারপাশের মানুষের ভালোবাসা এবং সুখ। (উমর রাবিউ, প্রাক্তন নাইজেরিয়ান শিক্ষার্থী)
ঈদ মানে নতুন জামাকাপড় পরে ঘোরা
ছোটবেলায় ঈদের সালামী পেতে এবং নতুন জামাকাপড় কেনার ব্যাপারে আগ্রহ থাকতো। বয়স বাড়ার সাথে সাথে সেই আগ্রহ আর নেই। ছোটবেলার ঈদের নানান স্মৃতি মনে পড়ে। এর মধ্যে ঈদের ১ম ও ২য় দিন নতুন জামাকাপড় পড়ে ঘুরতাম, মজাদার খাবার খেতাম। আমি যদি আমার বাড়িতে থাকতাম তবে আমি সাধারণত আমার মামা ও খালাদের বাড়িতে বেড়াতে যেতাম।
পরিবারের সদস্যদের ছাড়া প্রথম ও স্মরণীয় ঈদ ছিল ২০২২ সালের ঈদ। কারণ সেবছর পড়াশোনার জন্য বাংলাদেশে আসি। জীবনের খারাপ সময়ের মধ্যে সেসময়গুলো অন্যতম। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ছিলো বড় চ্যালেঞ্জ। আমি আমার কাশ্মীরি সহপাঠীদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকায় যাবো। তারা সেখানে বিভিন্ন কলেজে পড়ছে। এটি আমার জন্য সুখ এবং একতার অনুভূতি তৈরি করবে। ছোটখাটো পুনর্মিলনও হয়ে যাবে। (মীর মুতইয়াব হিলাল, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ, কাশ্মীরী শিক্ষার্থী, হাবিপ্রবি)