ফাইনাল হারার ক্ষোভে টিভি ভাঙছেন ভারতীয় সমর্থকরা
ফাইনাল হারার পর রাগে টিভি ভাঙার সংস্কৃতি ভারতে একেবারেই নতুন না। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পরও টিভি ভেঙে নিজের রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।
এবারের বিশ্বকাপ শেষেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই আসতে শুরু করেছে টিভি ভাঙার খবর।
পুরো টুর্নামেন্টে দাপট দেখিয়ে টানা ১০ ম্যাচ জিতেছিল রোহিত শর্মার দল। শতভাগ জয়ের রেকর্ড নিয়েই ফাইনালে মাঠে নেমেছিল তারা। কিন্তু ফাইনালেই যেন খেই হারিয়ে ফেলল তারা। বিশ্বকাপে প্রথমবারের মত পরীক্ষায় পড়তে হলো ভারতের মিডল অর্ডারকে। আর সেখানে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।
২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডে ভর করে অনায়াসে এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সমর্থকরা। আর ম্যাচ শেষে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে টিভি ভাঙার খবর। ফাইনালে এসে ভারতের ৬ উইকেটের পরাজয় যেন মেনেই নিতে পারছেন না সাধারণ সমর্থকরা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন