২৫ জুলাই ২০২৩, ১৫:২৭

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে মেধাবীরা অগ্রাধিকার পাবে

তানভীর হাসান সৈকত  © টিডিসি ছবি

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে। এরপরই আলোচনায় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিয়ে। শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। কমিটি কবে পূর্ণাঙ্গ করা হবে, কারা সেখানে পদ পাবেন, বিতর্কিতদের বাদ দিয়ে নতুনত্ব আনা হবে কিনা প্রভৃতি বিষয় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন তানভীর হাসান সৈকত। সাক্ষাৎকার নিয়েছেন ঢাবি প্রতিনিধি খালিদ হাসান-

দ্যা ডেইলি ক্যাম্পাস: ঢাবির আংশিক কমিটির ৭ মাস পার হয়ে গেছে, পূর্ণাঙ্গ কমিটির আর কত অপেক্ষা? 
তানভীর হাসান সৈকত: দেখুন, কমিটি ৭ মাস নাকি ১ বছর আগে হয়েছে সেটা দেখার বিষয় না। কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়র পরপরই অন্যান্য কমিটি পূর্ণাঙ্গ ঘোষণা করার কথা রয়েছে। কেন্দ্রীয় কমিটির আগে তো আর কেউ তাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারবে না। কেন্দ্রীয় কমিটি হয়েছে মাত্র ১০ দিন হয়েছে তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার।

দ্যা ডেইলি ক্যাম্পাস: তাহলে কি চলতি জুলাই মাসে কমিটি ঘোষণা করা হবে? নাকি সেটা আরও কয়েক মাস পিছিয়ে যেতে পারে?
তানভীর হাসান সৈকত: আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মাসের ভেতরেই আমাদের কমিটি পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করার জন্য। সেজন্য আমরা অনেক যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে কোন কারণে যদি আমরা এই মাসে কমিটি ঘোষণা করতে না পারি তাহলে সেটা কিছুদিন পিছিয়ে যাবে। যেহেতু আমরা আমাদের ঐতিহ্য অনুযায়ী বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতের মাস আগস্টে কমিটি ঘোষণা করি না। তবে আশা করি আমরা চলতি জুলাই মাসেই কমিটি পূর্ণাঙ্গ হিসেবে ঘোষণা করতে সক্ষম হবো।

দ্যা ডেইলি ক্যাম্পাস: পূর্ণাঙ্গ কমিটিতে কারা বেশি অগ্রাধিকার পাবে?
তানভীর হাসান সৈকত: আমরা সবসময়ই চেষ্টা করি মেধাবীদের কাছে টানতে। তারই লক্ষ্যে স্মার্ট নেতৃত্ব তৈরি করতে, চতুর্থ শিল্প বিপ্লবকে যারা মোকাবিলা করতে পারবে তাদেরকে পদ দেয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হবে। তাছাড়া যারা রাজপথে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে যারা সক্ষম তাদের অগ্রাধিকার প্রদান করা হবে। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: ছাত্রলীগের কমিটিতে সব সময়ই বিতর্কিতদের পদ দিয়ে সমালোচনায় পড়তে হয়। এবারও কি পুনরাবৃত্তি ঘটবে নাকি নতুনত্ব দেখা যাবে?
তানভীর হাসান সৈকত: ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের মনোনয়ন করায় সবসময়ই আলোচনা-সমালোচনার জন্ম দেয়৷ আমরা চাইবো না কোন বিতর্কিত কেউ আমাদের কমিটিতে থাকুক। আমরা স্বচ্ছতার মাধ্যমে, সবার সার্বিক দিক বিবেচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: ধন্যবাদ আপনাকে।
তানভীর হাসান সৈকত: ডেইলি ক্যাম্পাসকেও ধন্যবাদ।