১৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৩

যে কারণে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নিই

মোহাম্মদ এমরান হোসাইন  © টিডিসি ফটো

সৌদি আরবের ‘কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি’ মধ্যপ্রাচ্যেরের একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীর জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এখানে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। তেমনি একজন মোহাম্মদ এমরান হোসাইন। বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা, পরবর্তীতে তা বাস্তবে রূপ দেয়া, প্রবাস জীবনে পড়াশোনার পরিবেশ প্রভৃতি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ এমরান হোসাইন। সাক্ষাৎকার নিয়েছেন তাওফিকুল ইসলাম হিমেল-

দ্যা ডেইলি ক্যাম্পাস: শুরুতে আপনার শৈশব নিয়ে বলুন?
মোহাম্মদ এমরান হোসাইন: আমার শৈশব বেড়ে উঠা নজরদৌলত গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বীরগাঁও ইউনিয়ন।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার শিক্ষাজীবনের গল্প শুনতে চাই (প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়)?
মোহাম্মদ এমরান হোসাইন: গ্রামের কিন্ডারগার্টেন স্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়া। তারপর বীরগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ২০১৮ সালে এসএসসি (বিজ্ঞান GPA-4.83)। কবি নজরুল সরকারি কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পাশ করি বিজ্ঞান বিভাগ থেকে (GPA-5)। বর্তমানে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে প্রিপারটরি ইয়ারে তৃতীয় সেমিস্টারে আছি। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনি তো কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিলেন। স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনার চিন্তাটা প্রথম কিভাবে এসেছে
মোহাম্মদ এমরান হোসাইন: উচ্চমাধ্যমিক ১ম বর্ষ একটা ভিডিও সামনে আসে যে without IELTS স্কলারশিপ এ বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ আছে। কিন্তু তার আগে মনে করতাম বিদেশে পড়াশোনা মানে ৮-১০ লাখ টাকা+IELTS ভালো স্কোর। এরপর থেকে খুঁজার চেষ্টা করি কোন কোন দেশে স্কলারশিপ দেয় IELTS ছাড়া। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার গল্পটা সংক্ষেপে শুনতে চাই। শুরুটা কীভাবে হয়েছিল
মোহাম্মদ এমরান হোসাইন: যখন রেজাল্ট পাবলিশ হয় তারপর পরই পাসপোর্ট করি ২০২০ সালের নভেম্বর মাসে। অনলাইন মার্কশিট ও শিক্ষা বোর্ড থেকে সাময়িক সনদ তুলে যেখানে যেখানে আবেদন করা যায় আবেদন শুরু করি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের SII স্কলারশিপের আন্ডারে গীতম ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০% স্কলারশিপ পাই। কিন্তু ইচ্ছে ছিল ১০০% স্কলারশিপ।  তারপর আরও অনেক দেশে আবেদন করি (তুর্কি, সৌদি আরব, আরব আমিরাত, রাশিয়া)। নভেম্বর ২০২১ সালে রাশিয়ান গভারমেন্ট স্কলারশিপের জন্য ইন্টারভিউ দেয় এবং ডিসেম্বরের ২৩ তারিখ ২৩-২৪ সেশনে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য মনোনিত হয়।  তারপর অপেক্ষা ছিল কখন ভিসা আসবে। তাছাড়া মালয়েশিয়া আল বোখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে CSE-তে ৫০% স্কলারশিপ অফার পাই। কিন্তু সেই ভিসার আগেই সৌদি আরব থেকে ভিসা চলে আসে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়য়ের। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে সৌদি আরবে পড়াশোনার সিদ্ধান্ত নেই সব দিক বিবেচনা করে। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয়টিতে কত শতাংশ স্কলারশিপ পেয়েছিলেন? এ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার মাপকাঠি কেমন?
মোহাম্মদ এমরান হোসাইন: সৌদি আরবের সব স্কলারশিপই ১০০% দেয়। বিশ্ববিদ্যালয় আবেদন এর যোগ্যতা হিসেবে HSC-তে ভাল GPA, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি ও আরবি ভাষাজ্ঞান থাকা। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: দেশে কি পড়াশোনার বাইরে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছেন
মোহাম্মদ এমরান হোসাইন: আমার তেমন বেশি কিছু একটা কারিকুলাম অ্যাক্টিভিটি ছিল না। তবে কিছু অনলাইনভিত্তিক কোর্সের সার্টিফিকেট ছিল।   

দ্যা ডেইলি ক্যাম্পাস: কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়ালেখা করছেন? কোন শিক্ষাবর্ষ ছিলো আপনার?
মোহাম্মদ এমরান হোসাইন: আমি বর্তমানে সাইন্টিফিক প্রিপাটরি কোর্স করতেছি ২২-২৩ সেশন। প্রিপাটরি ইয়ার এর রেজাল্ট এর উপর ভিত্তি করে অনার্স এর সাবজেক্ট দিবে। আমার ইচ্ছে ফ্যাকাল্টি অব সাইন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে যাওযার।  বলে রাখা ভালো, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় QS WORLD RANKING 101-এ। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: এখন তো পড়াশোনার উদ্দেশ্যে দেশের বাইরে রয়েছেন। অনেকে পড়াশোনার উদ্দেশ্যে গিয়ে আর দেশে ফিরেন না। এটা নিয়ে আপনার ভাবনা কি?
মোহাম্মদ এমরান হোসাইন: অনার্সের এরপর ইচ্ছে আছে এখানেই মাস্টার্স করা। কারণ অনার্সের স্কলারশিপ চলমান থাকবে যদি GPA-3.5/5 রাখা যায়। এর বেশি এখনো চিন্তা করি নাই।

দ্যা ডেইলি ক্যাম্পাস: অনেকে সৌদি আরবে পড়াশোনার জন্য যেতে আগ্রহী। তারা কীভাবে সহজে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন
মোহাম্মদ এমরান হোসাইন: জেনারেল থেকে সৌদি আরব এসে এসে পড়া একটু টাফ। কারণ ক্লাস ৮০%-ই আরবি লেকচার হয় যদিও স্লাইড এবং পরীক্ষা ইংরেজি। যদি কেউ সৌদি আরকবে পড়াশোনা করতে চাই তাহলে https://www.moe.gov.sa-তে আবেদন করতে হয়। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি কেমন, পড়াশোনার পাশাপাশি কোনো কাজের সুযেগা রয়েছে কি?
মোহাম্মদ এমরান হোসাইন: সৌদি আরবের ভার্সিটি তে নিজ খরচে পড়াশোনা করার সুযোগ নাই বিদেশি স্টুডেন্ট এর জন্য এবং পড়াশোনার পাশাপাশি কোনো ধরনের কাজের সুযোগ নাই। কাজ করা আইনগত অবৈধ। খবার এবং হাত খরচ বাবদ সাবজেক্ট বেধে ৮৪০-৯৯০ রিয়াল দিয়ে থাকে। থাকার জন্য হোস্টেলে সিঙ্গেল রুম। হোস্টেল থেকে ভার্সিটিতে যাতায়াত ফ্রি। হজ্ব ও ওমরাহ্ করার সুযোগ।  

দ্যা ডেইলি ক্যাম্পাস: এ পর্যন্ত আসতে আপনাকে কি কি বাধা অতিক্রম করতে হয়েছে?
মোহাম্মদ এমরান হোসাইন: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কালচারাল ভিন্নতা তো আছেই। তাছাড়া জীবনযাত্রার মান এখানে যেমন ভাল ঠিক তেমনই খরচ বেশি। যা বাংলাদেশের তুলনায় ২/৩ গুণ বেশি। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনি তো চাইলে বিসিএস দিতে পারতেন। কোনো বিসিএসে কি আবেদন করা হয়েছে?
মোহাম্মদ এমরান হোসাইন: আমি ব্যাচেলর (অনার্সে) আসছি। ইনশাল্লাহ মাস্টার্স করার ইচ্ছে আছে এখানে। বিসিএস নিয়ে তেমন চিন্তা নেই এখন। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মোহাম্মদ এমরান হোসাইন: দ্যা ডেইলি ক্যাম্পাসকে ধন্যবাদ।