আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়েট
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৩১ জানুয়ারি)। এদিন একযোগে ৭ হাজার ৯৪৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী পাচ্ছেন চ্যান্সেলর পুরস্কার এবং ৫১ জন পাচ্ছেন ভাইস-চ্যান্সেলর পুরস্কার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইআইইউসি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইইউসি জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার।
সংবাদ সম্মেলনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী জানান, ৫০ একর জমির ওপর নিজস্ব ক্যাম্পাসে প্রায় সাড়ে ৬ লাখ বর্গফুট জায়গাজুড়ে ৪২টি ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট ল্যাব, অসীম ইন্টারনেট সুবিধা, ২ হাজার ৩৬৪টি জার্নাল, ৩৫ হাজার ৫০০ ই-জার্নাল, ১ লাখ ৩ হাজার ৯৯৫টি বইসমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে এখানে।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। নেপাল, শ্রীলঙ্কা, চীন ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীও এখানে পড়াশোনা করছেন। তার মধ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম রয়েছে আইআইইউসি’তে। এ উদ্দেশ্যে ‘ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন’ কাজ করছে। প্রতিবছর প্রায় ৭ কোটি টাকার বেশি বৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া গবেষণাকে গুরুত্ব দিয়ে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স (সিআরপি)’ নামে আলাদা বিভাগ রয়েছে, যার বাৎসরিক বাজেট এক কোটির বেশি। এ পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী জানান, স্কোপাস, ওয়েব অব সায়েন্স, টাইমস হায়ার এডুকেশন, কিউএস ও এসসিআইমাগো র্যাংকিং অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশনা সূচকে আইআইইউসি প্রথম অবস্থানে রয়েছে। বিশ্বে ২৮টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান ১৪তম।
এ ছাড়া ২০২৪ সালে স্কোপাস সূচকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি ৯ম, চট্টগ্রামে ১ম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে ২৬তম অবস্থানে রয়েছে। এসসিআইমাগো ইনস্টিটিউশন র্যাংকিং ২০২৫ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১তম স্থান অর্জন করেছে।
জানা গেছে, প্রথম সমাবর্তনে ১৯৫ জন, দ্বিতীয় সমাবর্তনে ৪৭৪ জন, তৃতীয় সমাবর্তনে ২ হাজার ৩৫৯ জন, চতুর্থ সমাবর্তনে ২২ হাজার ৮৫৯ জন এবং পঞ্চম সমাবর্তনে ১৫ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এ পর্যন্ত আইআইইউসি থেকে মোট ৪৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট বের হয়েছেন।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বেসরকারি উচ্চশিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে বলে জানান বক্তারা। জ্ঞানের সঙ্গে নৈতিকতার সমন্বয়ে দেশপ্রেম, মানবিকতা, সততা ও বিজ্ঞানমনস্কতা গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।
বর্তমানে আইআইইউসি’র ৬টি অনুষদের অধীনে ১৫টি বিভাগ রয়েছে। ৩৪৫ জন সার্বক্ষণিক শিক্ষকসহ সাড়ে চার শতাধিক শিক্ষক এখানে পাঠদান করছেন। তাঁদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ৮৪ জন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি, ইবি চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শরীফুল হক সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।