টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। তালিকায় স্থান পাওয়া সবগুলো বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের।
বিষয়ভিত্তিক প্রতিটি তালিকায় ১৫০০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং প্রথম হচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এরপর তালিকায় স্থান পাওয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি।
বিশ্বসেরা ১০ বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকায় নাম এসেছে- ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কেমব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, ইয়েল ইউনিভার্সিটি সেরা হয়েছে।