কার্বন আটকানোর প্রযুক্তি উদ্ভাবককে ১০ কোটি ডলার দেবেন মাস্ক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫৪ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২১, ০৮:৫৪ PM
পৃথিবীর পরিবেশ দূষণ মোকাবিলায় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ আটকানোর সেরা প্রযুক্তি উদ্ভাবনকারীকে ১০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেবেন বিশ্বের শীর্ষ ধনকুবের এলন মাস্ক।
পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও প্রাইভেট মহাকাশযান কোম্পানি স্পেস-এক্সের স্বত্বাধিকারী এলন মাস্ক বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ ঘোষণা দেন। আগামী সপ্তাহে বিস্তারিত জানাবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এ কথা জানায়।
কার্বন নিঃসরণ আটকানোর প্রযুক্তির বৈশিষ্ট্য হবে—এতে যেকোনো স্থানের ও যেকোনো মুহূর্তের কার্বন নিঃসরণের পরিপূর্ণ তথ্য মিলবে। বাতাসে কোথায় কতটুকু কার্বন রয়েছে তা-ও জানা যাবে।
বিশ্বের শীর্ষ ধনী হিসেবে এলন মাস্ক এই প্রযুক্তির উদ্ভাবনে পুরস্কার ঘোষণা করলেন। তাঁর এই ঘোষণার পর কেউ এমন কিছু উদ্ভাবন করতে পারলে কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী নামিয়ে আনতে কাজ করতে পারবে দেশগুলো।
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনেরও অগ্রাধিকারের তালিকায় রয়েছে কার্বন নিঃসরণ কমানো প্রযুক্তির বিষয়টি।