মোটরসাইকেল দিয়ে জমি চাষ, আলোচিত বিল্লাল (ভিডিও)

জমি চাষ করছেন মোহাম্মদ বিল্লাল মোল্লা
জমি চাষ করছেন মোহাম্মদ বিল্লাল মোল্লা  © সংগৃহীত

গ্রামে আগে মানুষ গরু এবং লাঙল দিয়ে জমি চাষ করতো। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় বিভিন্ন যন্ত্রের সাহায্যে এই কাজ সম্পন্ন করছে। কিন্তু এবার তাতে নিজের মেধায় নতুন চমক আনলেন নড়াইলের এক তরুণ। তিনি নিজের মোটরসাইকেলে লাঙল বেঁধে জমি চাষ করা শুরু করলেন। এই ব্যতিক্রমধর্মী কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের মোটরসাইকেলের পেছনে লাঙ্গলসদৃশ এক ধরণের ফাল কৃত্রিমভাবে যুক্ত করা হয়েছে। যা পেছন থেকে আরেকজন ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন। আসলে দু’টি গরুর কাজ করছে মোটরসাইকেলটি।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই কৃষকের নাম মোহাম্মদ বিল্লাল মোল্লা। তার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাধবহাটি গ্রামে। ব্যবসার পাশাপাশি চাষাবাদ করেন বিল্লাল।

কয়েকদিন আগে স্থানীয় একজন ওই ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করেন। বিল্লালের এমন বুদ্ধির প্রশংসা করেছেন অনেকে।


সর্বশেষ সংবাদ