২৩ মে ২০২৫, ১৯:২৪

ডিআইইউতে প্রথম ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং কনটেস্ট  

ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট  © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাব (ডিআইইউসেক) এর উদ্যোগে ডিআইইউতে প্রথমবারের মতো ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল দক্ষ প্রোগ্রামারদের মধ্যে জটিল সমস্যার সৃজনশীল ও কার্যকর সমাধানের জন্য প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা।

শুক্রবার (২৩ মে) ডিআইইউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে প্রথম অ্যালগরিদম ভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘ডিআইইউ ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং কনটেস্ট, স্প্রিং ২০২৫’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের (এফএসআইটি) শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা তাদের কোডিং ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতাটি সকাল ৯টা থেকে টানা ৩ ঘণ্টা চলে। সকল অংশগ্রহণকারীর মাঝে টি-শার্ট এবং খাবারের ব্যবস্থা করা হয় যা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকদের সাথে কথা বললে তারা জানায়- ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং প্রতিযোগিতার মাধ্যমে আরেকটি নতুন সাফল্য যোগ হলো। অংশগ্রহণকারীরা শিক্ষামূলক এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। শিক্ষার্থীদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য এমন প্রতিযোগিতা আগামীতে অব্যাহত থাকবে।

প্রতিযোগিতা শেষে সম্মানিত ফ্যাকাল্টি, অতিথি এবং বিচারকরা অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছিলেন, যা অংশগ্রহণকারীদের মূল্যবান উৎসাহ প্রদান করেছিল।