১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

ড্যাফোডিল শিক্ষার্থীর উদ্ভাবনকৃত ‘বাজারদর’ অ্যাপ ভাঙবে বাজার সিন্ডিকেট  

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা বাজারদর অ্যাপের উদ্ভাবক  © সংগৃহীত

বাংলাদেশের একটি প্রখ্যাত আইটি শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মো. ইব্রাহিম মোল্লা সম্প্রতি একটি অত্যাধুনিক অ্যাপ ‘বাজারদর’ তৈরি করেছেন। তার উদ্ভাবিত এই অ্যাপ বাজারের মূল্য নির্ধারণে কাজ করবে। বাজার সিন্ডিকেট ভাঙতেও অ্যাপটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

ইব্রাহিম মোল্লার উদ্ভাবন করা অ্যাপটি শুধু গ্রাহকদের সঠিক বাজারমূল্য-ই জানাতে সক্ষম তা নয়, বরং এটি বাজারের সিন্ডিকেট ভেঙে সঠিক মূল্য নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইব্রাহিম তার তৈরি করা এই অ্যাপটি বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করতে আগ্রহী।

যেসব বৈশিষ্ট্য থাকবে অ্যাপে

*খাদ্যদ্রব্যের জেলাভিত্তিক সঠিক মূল্য প্রদান করে, যা সাধারণত দেশব্যাপী চালু করা যাবে;

*ইন্টারনেট সংযোগ ছা্ড়াই আগের ডাটা লোডের মাধ্যমে কাজ করা সম্ভব, তাই গ্রাহকদের জন্য বিশেষভাবে উপযোগী;

*কোনো সরকারি অর্থ ছাড়াই স্বাধীনভাবে পরিচালিত। বিনামূল্যে সেবা প্রদান করে;

*বাজারে কোনো বিক্রেতা অতিরিক্ত মূল্য দাবি করলে গ্রাহক সহজেই সরকার নির্ধারিত মূল্য দেখাতে সক্ষম হবেন;

*জেলাভিত্তিক খাদ্য মূল্যের তথ্য সংগ্রহ করা যায়;

*প্রত্যেক জেলার জন্য নির্ধারিত যোগাযোগ নম্বরের সুবিধা আছে, তাই বিক্রেতা কখনো অতিরিক্ত মূল্য দাবি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহজেই যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া যাবে;

*অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ এবং ইউজার ফ্রেন্ডলি, তাই দেশের যেকোনো সাধারণ ব্যবহারকারী খুব সহজেই ব্যবহার করতে পারবেন;

*খাদ্যমূল্যের তথ্য দ্রুত আপডেট করা যায়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সময়োপযোগী তথ্য প্রদান করে;

*সরকারি প্রশাসন নিজস্ব প্রশাসনিক স্তর অনুযায়ী মূল্য আপডেট ও অন্যান্য কাস্টমাইজেশন করতে পারবেন, যা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে;

যেসব সুবিধা পাওয়া যাবে এই অ্যাপে

*বাজারে খাদ্যদ্রব্যের সঠিক মূল্য নিশ্চিত হবে, ফলে সাধারণ মানুষ অতিরিক্ত দাম থেকে রক্ষা পাবে;

*দ্রুতগতিতে কাজ করে ও সহজে ব্যবহার করা যায় বলে অ্যাপটি সবার নিকট অত্যন্ত পছন্দের;

*অ্যাপটি পুরোপুরি স্বাধীনভাবে পরিচালিত হবে। এটি কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই তৈরি হয়েছে;

*অ্যাপটি পরিচালনা করতে অতিরিক্ত কর্মী নিয়োগের প্রয়োজন নেই;

*অ্যাপটি নতুন বাংলাদেশের পথ তৈরি করে একটি সুশাসিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলবে;

ইব্রাহিম মোল্লার উদ্ভাবিত এই অ্যাপ বাজারের দাম নিশ্চিতকরণে বিপ্লব সাধন করবে ও বাজার সিন্ডিকেট ভাঙতে সহায়ক হবে। এ ছাড়া অ্যাপটি সরকার ও সাধারণ মানুষের মধ্যে সংযোগ স্থাপন করবে, যা হবে সঠিক ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‘বাজারদর’ অ্যাপটি বাজারের মূল্য নির্ধারণে একটি স্বপ্নময় বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লার দাবি করেন।