২১ অক্টোবর ২০১৮, ১৭:০৮

ইনোভেশন অ্যাওয়ার্ড পেল সেরা ১৯ উদ্ভাবন

  © সংগৃহীত

দেশের উদ্ভাবনী ক্ষেত্রে স্টার্টআপ কোম্পানি থেকে শুরু করে প্রতিষ্ঠিত সংস্থাগুলোর সাফল্য এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে সেরা ১৯টি উদ্ভাবনী কাজকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ (বিআইসি)। গতকাল শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদানের ক্ষেত্রে পণ্য, সেবা কিংবা প্রক্রিয়া খাতে যে কোনো ধরনের অগ্রগতি, তাদের নতুনত্ব, বাজারের চাহিদা, অর্থনৈতিক প্রভাব, এ কয়েকটি মানদণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজয়ী নির্বাচনে বিশেষজ্ঞদের নিয়ে দুটি জুরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের পুরস্কারের প্রধান ক্যাটাগরিগুলো হলো, আর্থিক খাত, পোশাক খাত, স্বাস্থ্যসেবা, এসডিজি অন্তর্ভুক্তকরণ, প্রক্রিয়া, পণ্য উন্নয়ন, স্টাটআপ, সামাজিক ও প্রযুক্তি খাত। এ ছাড়া মাস্টার অব রিইনোভেনশন নামে একটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। দেশে প্রথমবারের মতো এ ধরনের পুরস্কারের আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও মাস্টার কার্ড।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা, ডিবিএল গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকাশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সেবা প্ল্যাটফর্ম, বেস্ট প্রাইস, ব্রিলিয়ান্ট আইডিয়াস, এসএসডি টেক, এমপাওয়ার সোস্যাল এন্টারপ্রাইজ, ট্রাই ল্যাবস, লাইফকোরড, আপন অয়েলবিং, সিএমইডি হেলথ, এনটি নেটওয়ার্ক, যান্ত্রিক, বিজনেস অটোমেশন।

আয়োজকরা জানান, এ বছর ইনোভেশন অ্যাওয়ার্ডের ৯টি মূল ক্যাটাগরিসহ একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ১৬৮টি মনোনয়ন জমা পড়ে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে দুটি প্যানেল আলোচনায় শীর্ষস্থানীয় উদ্ভাবন বিশেষজ্ঞ এবং করপোরেট কর্মকর্তারা বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল প্যাট্রিক ফোলে, রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিম, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ব্র্যাকের পরিচালক কেএএম মোরশেদ, এসিআই লজিস্টিকের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সাঈদ মোহাম্মদ কামাল প্রমুখ।