আন্তর্জাতিক রোবোটিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৫ ক্ষুদে শিক্ষার্থী
আন্তর্জাতিক রোবোটিক ‘ফাস্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ এর বার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে মেক্সিকো যাচ্ছে বাংলাদেশের ৫ ক্ষুদে শিক্ষার্থীর একটি দল। আগামী ১৫ থেকে ১৮ আগস্ট এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নিজেদের তৈরি রোবট নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এসব ক্ষুদে শিক্ষার্থীরা। তারা হলেন-আনাহিতা আনোয়ারা, লালেহ নাজ বার্গম্যান হোসেন, আরমান খসরু, রাজিন আলী ও সুজয় মাহমুদ।
শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের প্রত্যয়ের কথা জানান। এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে টেক একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক, এপেক্স, বিকাশ ও মাইক্রোসফট।
বাংলাদেশের এই ৫ প্রতিযোগীর সবাই তথ্য প্রযুক্তিভিত্তিক সামাজিক উদ্যোগ টেক একাডেমির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ টিমের মেন্টর হিসেবে সঙ্গে থাকবেন টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস জাবের।
শামস জাবের বলেন, যারা প্রযুক্তি উদ্ভাবন ও বিকাশে অবদান রাখেন, তাদেরই এই প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়। আমাদের ৫ ক্ষুদে শিক্ষার্থী রোবট তৈরি করেছে এতে অংশগ্রহণের জন্য। আর টেক একাডেমিও তাদের সহযোগিতা করেছে।
তিনি বলেন, নির্দেশনার ভিত্তিতে রোবটটি যে কোনো আকারের জিনিস তুলতে পারে, যে কোনো জায়গায় তা বহন করে নিয়ে যেতে পারে এবং রঙ চিহ্নিত করতে পারে।
অনুষ্ঠানে জানানো হয়, রোবটিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ১৪টি ‘গ্রাউন্ড চ্যালেঞ্জ’ চিহ্নিত করেছে। প্রতিযোগিরা এ সমস্যাগুলোর সমাধান খুঁজবেন।
এবারের প্রতিযোগিতার থিম হচ্ছে ‘এনার্জি ইমপ্যাক্ট’। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে- জ্বালানি শক্তির প্ল্যান্ট, নতুন জ্বালানি শক্তির সম্ভাবনা, সুসংহত শক্তিশালী ও টেকসই জ্বালানি সংবহন ব্যবস্থা।
আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আনাহিতা আনোয়ারা জানায়, গতবারের প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম রাউন্ডে ১৭৫টি দেশের মধ্যে প্রথম হয়। পরে সময় ও কিছু ত্রুটির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। তবে এবার আরও ভালো করার প্রস্তুতি আমাদের রয়েছে।