কলেজের উপবৃত্তির ফরম পূরণে অর্থ আদায়ের অভিযোগ
- রাজশাহী জেলা প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:২১ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ PM
একাদশ শ্রেণীর উপবৃত্তির ফরম পূরণে ৩শ টাকা করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজে এই টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, এ বছর উপবৃত্তি দিতে কলেজের একাদশ শ্রেণীর প্রায় ৩ শতাধিক দরিদ্র শিক্ষার্থীর নামের তালিকাভুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীদের নাম অনলাইনে নিবন্ধন করছে কর্তৃপক্ষ। এতে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ ৩শ টাকা করে অর্থ আদায় করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, উপবৃত্তির টাকা পেতে অনলাইনে ফরম পূরণ করতে কলেজের অফিসের লোকজন ৩শ টাকা করে নিয়েছে । আমাদের নাম সিলেকশন হলেও ৩শ টাকা না দিলে উপবৃত্তির টাকা পাওয়া যাবে না বলে জানায় তারা।
আরও পড়ুন: দাবি আদায়ে লাগাতার অবস্থানে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা
কয়েকজন অভিভাবক জানান, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিতে সেখানেও চাঁদা দিতে হবে আমাদের। আমরা দরিদ্র মানুষ কোথায় যাব।
এদিকে কলেজ সূত্র জানায়, এবছর উপবৃত্তির টাকা দিতে শিক্ষার্থীদেরকে কলেজ থেকে সিলেকশন করা হয়েছে। প্রতিটি ছাত্রের অনলাইনে ফরম পূরণ করতে হবে টাকা পাওয়ার জন্য, এসব কাজ বানেশ্বর সরকারি কলেজর নিজস্ব কম্পিউটার ল্যাব থেকে করা হচ্ছে। কাজের কিছু খরচ আছে বলেই সবার কাছ থেকে ৩শ টাকা করে নেয়া হচ্ছে।
আরও পড়ুন: স্কুলের খেলার মাঠের উপর দিয়ে রাস্তা নির্মাণ
এবিষয়ে বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এইচ এম একরামুল হক জানিয়েছেন, উপবৃত্তির ফরম পূরণ করতে কারও নিকট থেকে কোনো টাকা নেয়া হচ্ছে না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবি এম সনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দিতে ফরম পূরণের জন্য ৩শ টাকা করে নেয়ার বিষয়ে আমি শুনিনি তবে যারা টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের ভিক্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।