এইচএসসি পরীক্ষার হলে মোবাইল, কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:৪৭ AM
চট্টগ্রামের সাতকানিয়ায় এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় মোবাইল রাখায় একজন কেন্দ্র পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বাজালিয়ার কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ ব্যবস্থা নিয়েছেন। কেন্দ্র পর্যবেক্ষক মো. নুর উদ্দিন ওই কলেজের গণিত বিভাগের শিক্ষক। ওই কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা চলছিল।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও ফাতেমা-তুজ-জোহরা শিক্ষক নুর উদ্দিনের কাছে মোবাইল দেখতে পান। এ সময় তিনি কেন্দ্র সচিব ওই কলেজের অধ্যক্ষ আবুল কাশেমকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কেন্দ্র সচিব তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
ইউএনও ফাতেমা-তুজ-জোহরা বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে দায়িত্বরত কর্মকর্তাদের মোবাইল রাখা ও ব্যবহার আইনত নিষিদ্ধ। একজন কেন্দ্র পর্যবেক্ষকের কাছে মোবাইল ছিল। কেন্দ্র সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।