এইচএসসি পরীক্ষা

নির্ধারিত সময়ের ১০ মিনিট পর প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ

ইসলামপুরে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা
ইসলামপুরে পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা  © সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে কারিগরী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম)পরীক্ষায় নির্ধারিত সময়ের ১০ মিনিট পর প্রশ্নপত্র পেয়েছেন বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। ওই কেন্দ্রে বিএম বিভাগে ৫১২ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

বৃহস্পতিবর (২ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র দেরিতে পাওয়ায় প্রয়োজনীয় উত্তর দিতে পারেননি বলে জানান অনেক পরীক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীরা জানান, ইসলামপুর রাশেদ মোশারফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভেন্যু কেন্দ্র নেকজাহান পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের হিসাববিজ্ঞান পরীক্ষা সকাল ১০টায় প্রশ্ন পাওয়ার নিয়ম থাকলেও ১০.১০ মিনিটে প্রশ্ন দেওয়া হয়। ওই কেন্দ্রে ৫১২ পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। নির্ধারিত সময়ের দশ মিনিট পর প্রশ্নপত্র পাওয়ায় প্রয়োজনীয় উত্তর লিখতে পারেননি অনেকেই।

এছাড়া কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এরও কোনো সঠিক তথ্য দিতে পারেনি মূল কেন্দ্রের সচিব মোশারফ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন লাভলু। মনোয়ার হোসেন লাভলু বলেন, বোর্ড থেকে নির্দেশনা দিতে বিলম্ব হওয়ায় প্রশ্নপত্র বিলি করতে বিলম্ব হয়েছে।

ইসলামপুর নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান, পরে প্রশ্নপত্র পরে পশ্নপত্র পাওয়ায় পরে দেওয়া হয়েছে।

ইসলামপুর নেকজাহান সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এইচএসসি বিএম কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, ১০ মিনিট পরে প্রশ্নপত্র দিলে পরীক্ষার জন্য ১০ মিনিট সময় দেয়া হয়, যাতে পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়।


সর্বশেষ সংবাদ