ঢাকা কলেজ এখন রেসকোর্স ময়দান!
বর্তমানে বাংলাদেশে চলছে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। মঙ্গলবার (২৩ নভেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে ঢাকা কলেজ মাঠে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খন্দকার।
তিনি বলেন, ‘ঢাকা কলেজের মাঠে ৭ মার্চের ভাষণের দৃশ্যধারণ করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। সঙ্গে তার মেয়ে পিয়া বেনেগালও রয়েছেন। সোমবার পিয়ার সঙ্গে সিনেমার শুটিং নিয়ে অনেকক্ষণ কথা হলো। তারা কী করবেন, আমাদের পক্ষ থেকে কী করতে পারি, সেসব নিয়ে কথা হয়েছে।’
বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন সেলিম উল্লাহ; সঙ্গে পোস্ট করেছেন সিনেমার শুটিংয়ের প্রস্তুতির কিছু ছবি।
স্ট্যাটাসে ঢাকা কলেজের প্রিন্সিপ্যাল লেখেন, ‘আবারও ইতিহাসের অংশ হচ্ছে ঢাকা কলেজ। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজিত বঙ্গবন্ধুর বায়োপিকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ চিত্রায়িত হবে ঢাকা কলেজের ফুটবল মাঠে।’
তিনি আরও লেখেন, ‘শ্যাম বেনেগাল ও পিয়া বেনেগাল গত শুক্রবার মাঠ পরিদর্শন করেন। মাঠটি রেসকোর্স ময়দানের আদলে সাজানো হচ্ছে। মাটি দিয়ে মাঠের সবুজ ঘাস ঢেকে দেয়া হচ্ছে।’
তিনি জানান, সোমবার ভোর থেকে হাজারের অধিক লোকের অংশগ্রহণে চিত্রায়ণ শুরু হয়ে শুটিং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ করা হয়েছে। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসে শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।