নকল করা শিক্ষার্থীকে বহিষ্কার না করায় কেন্দ্রসচিবের বিরুদ্ধে নালিশ
জামালপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা দুই শিক্ষার্থীকে বহিষ্কারে গড়িমসি করায় কেন্দ্রসচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ইউএনও। বুধবার (১৭ নভেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কেন্দ্রসচিব সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আর অসদুপায় অবলম্বন করা ওই দুই পরীক্ষার্থীর একজন উপজেলার শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটের (ফুড প্রসেসিং) ও অন্যজন চর বাঙ্গালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের (ড্রেস মেকিং) শিক্ষার্থী।
জানা যায়, সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (১৬ নভেম্বর) এসএসসি (ভোকেশনাল) ট্রেড-১ এর দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। তখন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি দুই শিক্ষার্থীকে অসুদপায় অবলম্বন করতে দেখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন।
তখন কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন এ নির্দেশ পালনে গড়িমসি করেন। এমনকি ওই দুই পরীক্ষার্থীর উত্তরপত্র বোর্ডে পাঠিয়ে দেন।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অমান্য করার দায়ে কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, জেলা প্রশাসক স্যার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
জানতে চাইলে অভিযুক্ত কেন্দ্রসচিব ওয়াজেদা পারভীন বলেন, বহিষ্কারের প্রক্রিয়া সম্পর্কে বুঝতে না পারায় এমনটা হয়েছে।