১৭ নভেম্বর ২০২১, ২১:৪২

এইচএসসি-সমমানের পরীক্ষা দেবে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

  © ফাইল ছবি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশ থেকে অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৪ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। আর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। 

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর শুরু হবে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারে উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ১৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী নিবন্ধন করলেও তাদের মধ্যে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। সে হিসেবে প্রায় ১১ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী এই স্তর থেকে ঝরে পড়েছে। 

বোর্ড সূত্র জানিয়েছে, এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৩২ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ১৪ হাজার ৭০৪ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৭০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৩০৯ জন, বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন, সিলেট বোর্ডে ৬২ হাজার ৭৯২ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৫ হাজার ৭৯৪ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৭০ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী রয়েছে। 

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৮ হাজার ৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা রয়েছে। 

সবমিলিয়ে সারাদেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৩ লাখ ৯৪ হাজার ৬২৯ জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসছে।  

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, পরীক্ষার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। এর আগে মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ড প্রধানদের নিয়ে বৈঠক হয়েছে। বোর্ড সংশ্লিষ্টরা তাদের বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। শিক্ষামন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে জানাবেন।