চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১১:০৪ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ১১:০৪ AM
চট্টগ্রামে কলেজশিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া আজ সকাল থেকে শুরু হয়েছে। প্রথম ধাপে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকার প্রথম ডোজ দেয়া হবে।
প্রথম দিন চট্টগ্রাম কলেজ, সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের (বাওয়া) শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। সকাল ৯টা থেকে টিকাপ্রত্যাশী শিক্ষার্থীরা নির্ধারিত তিনটি কেন্দ্রে ভিড় করতে দেখা যায়।
কেন্দ্রগুলো হলো চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) চট্টেশ্বরী রোডের ক্যাম্পাস, লালখান বাজারের মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল ও আকবরশাহ এলাকার মীর্জা ইস্পাহানি স্কুল। টিকা কারা পাবেন, তা নির্ধারণের দায়িত্বে রয়েছে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। আর টিকা ব্যবস্থাপনা করে চলেছে সিভিল সার্জন কার্যালয়।
এক শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়ে বলেন, এখন নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে।
একই কলেজের রাইছা বলেন, টিকার জন্য অপেক্ষায় ছিলাম। এখন টিকা পেয়ে খুশি লাগছে। সামনে এইচএসসি পরীক্ষা। তাই টিকাটা খুব দরকার ছিল।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিয়াউল হায়দার জানান, শুধু এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব পরীক্ষার্থীকে টিকা দেয়া হবে।