অযত্নে পড়ে আছে কলেজ স্টুডেন্ট শেড, শিক্ষার্থীদের ভোগান্তি

চট্টগ্রামের লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে গেট
চট্টগ্রামের লোহাগাড়ায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে গেট  © টিডিসি ফটো

অযত্ন-অবহেলায় পড়ে আছে চট্টগ্রামের লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজে গেইটে নির্মিত স্টুডেন্ট শেডটি। করোনায় দীর্ঘ সময় কলেজ বন্ধ থাকার কারণে বর্তমানে স্টুডেন্ট শেডের সীমানা প্রাচীর ঢেকেছে আগাছায়। গেটে ঝুলানো তালায় ধরেছে মরিচা। 

জানা যায়, শিক্ষার্থীদের দারির মুখে জেলা পরিষদের বরাদ্দে স্টুডেন্ট শেডটি নির্মাণ করা হলেও সেটি বন্ধ থাকায় কলেজ ছুটির পর ছাত্রছাত্রীরা বাসের জন্য সড়কের পাশে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, স্টুডেন্ট শেডটি নির্মাণ হওয়ায় খুবই খুশি হয়েছিলাম। তবে নির্মাণের পর সেখানে ক্যান্টিন স্থাপন করেন কালাম নামে এক ব্যক্তি। পরে পত্র-পত্রিকায় লেখালেখির কারণে ক্যান্টিনটি বন্ধ করে দেওয়া হয়।

আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হামিম হোসনে রবিন জানান, স্টুডেন্ট শেডটি করোনার কারণে বন্ধ থাকায় সেখানে মাদক সেবন করতো বহিরাগতরা। এখন কলেজ খুলেছে। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে।

আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক জানান, করোনার কারণে স্টুডেন্ট শেড দীর্ঘদিন বন্ধ ছিল। এখন যেহেতু কলেজ খুলেছে, শিক্ষার্থীদের কল্যাণে যা করার তা ব্যবস্থা করা হবে।


সর্বশেষ সংবাদ