কলেজছাত্র রাহাত হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০১:০৫ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ০১:৩১ PM
কথা কাটাকাটির জেরে নিহত সিলেটের কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোরে মামলার প্রধান আসামি সামসুদ্দোহা সাদির বাড়ির পাশ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশ।
সিআইডি সিলেট জোনের বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, এই হত্যাকাণ্ডে অংশ নেন তিনজন। বুধবার রাতে আসামী সাদিকে সিআইডি হেডকোয়ার্টার থেকে সিলেটে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ভোরে তাকে নিয়ে অভিযানে যায় সিআইডির একটি দল। সে সময় সাদির দেখানো স্থান থেকে রাহাত হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
এদিকে রাহাত হত্যা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় মামলার নথিপত্র তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক রিপন কুমার দেবের কাছে হস্তান্তর করে থানা পুলিশ।
সিনিয়র-জুনিয়র নিয়ে কথাকাটাকাটির জেরে গত ২১ অক্টোবর দক্ষিণ সুরমা সরকারি কলেজ ফটকে ছুরিকাঘাতে খুন হন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাহাত। রাহাতকে হত্যার পর পালিয়ে যান অভিযুক্ত সাদি। পরে তাকে আটক করে সিআইডি।