ব্রেন টিউমার আক্রান্ত কলেজছাত্র বাবু, চিকিৎসায় দরকার ৫ লাখ টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৭ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৭ PM
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অলি আহমদ বীর বিক্রম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আবু আব্বাস বাবু। শৈশবেই বাবা মারা যান। তখন থেকে মামার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে। স্বপ্ন দেখছিলো পড়াশোনা করে বড় কিছু হওয়ার। পরিবারের হাল ধরার। কিন্তু সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করেছে ব্রেন টিউমার।
বাবুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মনোহর চৌধুরী পাড়ায়। তার প্রতিবেশীরা জানান, বাবু এলাকার সহজ সরল আদর্শ ছেলেদের মধ্যে একজন। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও খুব পারদর্শী সে।
চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরবর্তীতে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় ডাক্তাররা তাকে দ্রুত অপারেশন করতে হবে বলে জানান এবং প্রায় ৬ লাখ টাকা প্রয়োজন হবে জানান। পরবর্তীতে তার পরিবার ভারতে যোগাযোগ করলে ৪-৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়।
কিন্তু ইতোমধ্যেই তার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে। সহায়সম্বল বলতে তেমন কিছুই নেই তার পরিবারের। তাই পিতৃহারা বাবুকে নিয়ে এখন দিশেহারা তার বিধবা মা।
তার চিকিৎসার জন্য সমাজের সকলের কাছে সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।
আর্থিক সহযোগিতা পাঠাতে:
০১৮২৪-২৮৩২২১ (বিকাশ ও নগদ)
পরিবারের সাথে যোগাযোগ করতে:
রিফাত (ভাই)- ০১৬০৮-২৮৬২৯১ (নগদ)
রিপন (ভাই)- ০১৮৮২-৩৬৯১০৯ (বিকাশ)