সভাপতির স্বামীর নামে সরকারি কলেজের ভবনের নাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:৪৫ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২১, ০৮:৪৫ AM
বছর চারেক আগে ঢাকা মডেল ডিগ্রি কলেজের একটি সাততলা ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সোয়া ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কয়েকমাস আগে ভবনটির কাজ শেষ হয়েছে। কিন্তু সেই ভবনটির নামকরণ করা হয়েছে স্কুলের গভর্নিং বডির বর্তমান সভাপতি আফিফা আল বেলীর স্বামীর নামে। ভবনটির নাম রাখা হয় 'মতিউর রহমান মাইকেল একাডেমিক ভবন, ঢাকা মডেল ডিগ্রি কলেজ'। মতিউর রহমান মাইকেল হলেন স্কুলের গভর্নিং বডির বর্তমান সভাপতি আফিফা আল বেলীর স্বামী। বছর দেড়েক আগে তার মৃত্যু ঘটেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো ভবন কারও নামে করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তবে একটা নীতি রয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক কলেজ পরিদর্শক জানান, কোন কলেজের নাম বা ভবন কোনো বিশিষ্ট বা গুণী ব্যক্তি যেমন কবিগুরু, জাতীয় কবি বা জাতীয় কোনো ব্যক্তিত্বের নামে করা হলে কোনো সমস্যা নেই। এছাড়া কোন ভবন নির্মাণের ক্ষেত্রে যদি মোট ব্যয়ের বড় অংশ অনুদান কোনো ব্যক্তি দিয়ে থাকেন, তাহলে সেটি তার নামেও হতে পারে। এর বাইরে গেলে বোর্ড তদন্ত করে সেই নামকরণ বাতিল বা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে অভিযোগ পেলে ঢাকা বোর্ড অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।
ঢাকা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ জানান, ভবনের নামকরণে বোর্ডের কোন অনুমতির প্রয়োজন হয়না। এছাড়া যার নামে ভবনটি করা হয়েছে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে ভবনটি তৈরির জন্য অনেক তদবির করেছিলেন। এ জন্য এলাকার লোকজনের দাবি ছিল তার নামে ভবনের নাম রাখা হোক। পরে গভর্নিং বডির সিদ্ধান্তে এই নামকরণ হয়েছে। তবে ভবন তৈরির জন্য মতিউর রহমান নিজে কোনো টাকা ব্যয় করেননি, যা হয়েছে সরকারি টাকায় বলেও এসময় উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে কলেজ গভর্নিং বডির সভাপতি ও মতিউর রহমান মাইকেলের স্ত্রী আফিফা আল বেলী বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই তার স্বামীর অনেক অবদান রয়েছে। তিনিও এক সময় ঢাকা মডেল ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন। এছাড়া তিনি এক সময় বিটিভিতে কাজ করেছেন। এছাড়া রাজনৈতিক নেতাও ছিলেন। কাজেই তার নামে নামকরণ করা হয়েছে। নামকরণের নীতিমালা অনুযায়ী তা করা হয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানান, এ নিয়ে পরে একদিন বিস্তারিত কথা বলবেন।