এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ নিয়ে ভারতীয় মিডিয়ায় উদ্বেগ
বাংলাদেশের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কবে থেকে এইচএসসি পরীক্ষার্থীদের পূরণ শুরু হবে এবং তা কতদিন চলবে তা নিয়ে সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে প্রতিক্রিয়া দেখা হয়েছে।
গতকাল শনিবার (২৬ জুন) হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে আদৌও পরীক্ষা হবে কিনা, তা নিয়ে ধন্দ আছে। তারইমধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অনলাইনে ফর্ম পূরণের নির্দেশ দিল ঢাকা শিক্ষা বোর্ড।
শুক্রবার বোর্ডের তরফে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৯ জুন (মঙ্গলবার) থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে। চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
এতে আরও বলা হয়, প্রাথমিকভাবে ২৭ জুন থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছিল। যদিও সংশোধিত বিজ্ঞপ্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ২৮ জুন (সোমবার) ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পড়ুয়াদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকার ভিত্তিতে পরদিন (২৯ জুন) থেকে শুরু হবে ফর্ম পূরণের প্রক্রিয়া।
তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রবিবার দুপুরে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান করোনাভাইরাসের কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম জানিয়েছেন, তাঁরা পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। প্রশ্নপত্র তৈরির জন্য মডারেশনের কাজও চলছে। মোট কথা তাঁরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখছেন, পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে।