এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট শুরু কাল

পরীক্ষার্থী
পরীক্ষার্থী   © ফাইল ফটো

আগামীকাল সোমবার (১৪ জুন) থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে। এদিন থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও কিছু নির্দেশনা প্রদান করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ( মাউশি)।

শনিবার মাউশি পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীতে সৃষ্ট পরিস্থিতির কারণে আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীদের সশরীরে পাঠদান দেয়া সম্ভব হয়নি। এই অবস্থায় নানা উদ্যোগ নিয়েছে মাউশি। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আগামীকাল সোমবার থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হচ্ছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পুরোপুরি শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে সোমবার থেকে অ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হবে।


সর্বশেষ সংবাদ