সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জুন ২০২১, ০৮:৩১ PM , আপডেট: ০৮ জুন ২০২১, ০৮:৩৯ PM
করোনা মহামারির কারণে ২০২০ সালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দশম শ্রেণির শিক্ষার্থীরা নবম শ্রেণিতে থাকাকালীন কোনো শিক্ষালাভ করতে পারেনি। এমন পরিস্থিতে এ কর্মসূচির মাধ্যমে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার ( ৮ জুন) দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ১১টায় কর্মসূচি পালন করে অর্ধশতাধিক শিক্ষার্থী। এই সময় তারা শিক্ষাব্যবস্থার ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষার যতটুকু অপরিহার্য ততটুকু সিলেবাসের ওপর পরীক্ষা নেয়ার অনুরোধ জানায় ।
শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে উপযুক্ত পড়াশোনা করতে পারেনি। ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে গেছে শিক্ষার্থীরা। তাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আগাম সহজ সরল সংক্ষিপ্ত নির্দেশনার দাবি জানায়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাফিন, লাব্বি ফয়সাল, আফতাহী ইবনে, আসিফ আহমেদ, সুমিতসহ অনেকে।