প্রাইভেটে এইচএসসি পরীক্ষার আবেদন শেষ ১০ জুন
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় (প্রাইভেট) অংশ নিতে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে আবেদন আগামী ১০ জুন শেষ হবে। এরপর ১১ থেকে ১৬ জুন পর্যন্ত চলবে অনলাইন রেজিস্ট্রেশন।
আর ১৭ জুনের মধ্যে অনলাইন আবেদন ও এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে সত্যায়িত করে ঢাকা বোর্ডে জমা দিতে হবে।
আজ রবিবার (৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের ১৭টি কলেজ ও আবুধাবির একটি কলেজ থেকে প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ২০১৬ সাল বা এর আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরা প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শুধু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সাল বা তার আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এতে আরও বলা হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীরা শুধু মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া) সেসব বিষয়ে প্রাইভেটে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না।
যেসব কলেজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে-
১. সরকারি কবি নজরুল কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
২. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
৩. সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
৪. সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, ঢাকা
৫. সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ
৬. সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ
৭. সরকারি দেবেন্দ্র কলেজে, মানিকগঞ্জ
৮. সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর
৯. সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী
১০. সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ
১১. সরকারি কুমুদিনী কলেজ, টাংগাইল
১২. নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাংগাইল
১৩. সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর
১৪. সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর
১৫. মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর
১৬. সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী
১৭. সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
১৮. শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি।