ভারতের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে বৈঠক কাল
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ভারতের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে সভা ডেকেছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল রবিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীরা উপস্থিত থাকবেন।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সব রাজ্যেরই শিক্ষা দফতর, সিবিএসই ও আইসিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অন্যান্য কোর্সেরও প্রবেশিকা পরীক্ষা স্থগিত হয়ে গেছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর শিক্ষামন্ত্রীদের বৈঠকে কোনও পথ বের হয় কি না, সে দিকেই তাকিয়ে শিক্ষার্থী। দেশটির শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।
শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এক টুইটে লিখেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য মতামত জানাতে। বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার প্রয়োজন। আপনারা টুইটারেও আমায় পাঠাতে পারেন।”