এইচএসসিতে কৃতকার্যদের ছাত্রলীগের অভিনন্দন

বাংলাদেশ ছাত্রলীগের লোগো
বাংলাদেশ ছাত্রলীগের লোগো  © সংগৃহীত

এইচএসসি ও সমমানের মূল্যায়নভিত্তিক ফলাফলে কৃতকার্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এই অভিনন্দন জানানো হয়। 

শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, 'তোমাদের আগামীর পথচলা সমৃদ্ধ হবে এবং দৃঢ়প্রত্যয়ী হয়ে তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাবেেএই প্রত্যাশা করে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ শনিবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অনুষ্ঠানে যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন।

এবার সবাই শতভাগ পাস করেছেন। আর জিপিএ-৫ পাওয়ার হার গত বছর ৩.৫৪ শতাংশ হলেও এবার হয়েছে ১১.৮৩ শতাংশ। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।


সর্বশেষ সংবাদ