২৯ আগস্ট ২০২০, ১৬:২০

নটর ডেমে সকালে পরীক্ষা, বিকেলে ফল

  © ফাইল ফটো

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের ভার্চুয়ালি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে গুগল ক্লাস রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানা গেছে। ১৫ মিনিটের এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের ২৫টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে।

এদিকে, আজ বিকেল ৫টায় এ পরীক্ষার ফল কলেজের ওয়েবসাইটে প্রকাশ করো হবে। তাছাড়া উর্ত্তীণদের মুঠেফোনে ক্ষুদেবার্তার মাধ্যমেও এ ফল জানিয়ে দেয়া হবে বলে এক জ্ঞপ্তি বলা হয়েছে।

উর্ত্তীণদের আগামী ৩১ আগস্ট বিকেল ৩টার মধ্যে বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত  না করলে তা বাতিল হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভর্তি ফি নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

জানা যায়, এবারও কলেজটিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।