০৪ আগস্ট ২০২০, ২০:৫৭

একাদশে ভর্তি: ঢাকা কলেজে আসনসংখ্যা ১২শ'

  © ফাইল ফটো

দেশে চলমান করোনা পরিস্থিতিতে চলতি বছর দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি ভর্তির নীতিমালা ইতোমধ্যেই প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রকাশিত নীতিমালা অনুযায়ী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।

মঙ্গলবার (০৪ আগস্ট) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ০৯ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। ২০ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা:

আবেদনের জন্য নিম্নে উল্লেখিত বিভাগ অনুসারে নূন্যতম জিপিএ প্রাপ্ত ছাত্ররা ভর্তির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

বিভাগ অনুযায়ী আবেদনের যোগ্যতা :

১. বিজ্ঞান বিভাগ- ৫.০০

২. ব্যবসায় শিক্ষা বিভাগ - ৪.৭৫

৩. মানবিক বিভাগ- ৪.৫০

কোন বিভাগে আসন সংখ্যা কত?

১. বিজ্ঞান বিভাগ- ৯০০টি

২. ব্যবসায় শিক্ষা বিভাগ - ১৫০টি

৩. মানবিক বিভাগ - ১৫০টি

আবেদন করতে এখানে ক্লিক করুন